আজকাল ওয়েবডেস্ক: স্বামী স্ত্রীর খেয়াল রাখা অপরের দায়িত্ব। বিবাহের সময় তা প্রতিশ্রুতি দেওয়ারও রীতি রয়েছে। বিয়ের দিনের সেই প্রতিশ্রুতি একপ্রকার তুড়ি মেরে উড়িয়ে দিলেন এক ব্যক্তি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে। ভিডিওতে দেখা মাত্রই চটে গিয়েছেন নেটিজেনরা।
ভিডিওটিতে চমকে দেওয়ার মতো দৃশ্য দেখা গিয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রী শুয়ে রয়েছেন হাসপাতালের বিছানায়। ক্যাপশনের তথ্য অনুযায়ী, প্রসব করার সময় ঘনিয়ে এসেছে মহিলার। সেইসময় স্বামী তাঁর গর্ভবতী স্ত্রীর দিকে নজর না দিয়ে বন্ধুদের সঙ্গে গেম খেলায় মেতেছেন। তাও আবার হাসপাতালেই। মহিলার বিছানার পাশে বসেই এই কাণ্ড করছেন স্বামী। এমনটাই দেখা যাচ্ছে ভিডিওটিতে। স্বাভাবিকভাবেই স্বামীর এই আচরণ পছন্দ হয়নি মহিলার। তাই রাগের বশে নিজেই ভিডিওটি তুলেছেন তিনি।
ক্যাপশনে ওই মহিলার স্বামীর কাণ্ডের বিবরণ দেওয়া রয়েছে। কমেন্টে নেটিজেনেদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। এক ব্যক্তি মহিলাকে পরামর্শ দিয়েছেন, এরকম আচরণের স্বামীকে ত্যাগ করার। আরও এক ব্যক্তি লিখেছেন, ওই মহিলার জায়গায় তিনি হলে তাঁর স্বামীকে জেলে পাঠিয়ে দিতেন।
